রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আজ 'আগুনযাত্রা'

বিনোদন রিপোর্ট
  ১০ নভেম্বর ২০২৩, ০০:০০

সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে আজ আবার মঞ্চস্থ হচ্ছে প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা 'আগুনযাত্রা'। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় পর পর দুটি প্রদর্শনী হবে নাটকটির। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা 'সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার' থেকে এর অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন আজাদ আবুল কালাম। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলার হিজড়ার হত্যাকান্ডের সূত্র খুঁজে পায়।

কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকান্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেলপুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সাথে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পড়ে এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। ঘটনার সত্যতা উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগৎ আবিষ্কার করে এবং সেই সঙ্গে কমলার হত্যাকান্ডের রহস্যও উদঘাটিত হয়।

এই নাটকে অভিনয় করেছে শা?হেদ আলী, সানজিদা প্রীতি, শারমিন আক্তার শর্মী, প্রদু্যৎ কুমার ঘোষ, ফরহাদ হামিদ, মো. আব্দুর র?হিম খান, র?কি খান, তান?জি কুন, ডায়ানা ম্যার?লিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার। মঞ্চ ও আ?লো পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম। সঙ্গীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ। কো?রিওগ্রা?ফি করেছেন স্নাতা শাহ?রিন। প্রপস পরিকল্পনায় তান?জিকুন এবং পোশাক পরিকল্পনা করেছেন আফসান আ?নোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে