শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুয়াত্তরে রজনীকান্ত

বিনোদন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অভিনয় গুণ ও প্রতিভা দিয়ে নিজেকে পরম পূজনীয় দেবতার পর্যায়ে নিয়ে গেছেন দক্ষিণী সিনেমার বিপুল প্রভাবশালী এক অভিনেতা রজনীকান্ত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি। একটি রাষ্ট্রের গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন দেবতা পর্যায়ের অভিনেতা খুব বেশি থাকে না। আরেক দক্ষিণী অভিনেতা ছিলেন অনেক আগে, তিনি এন টি রামা রাও। অন্ধ্র প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। তিনিও ছিলেন দক্ষিণী সিনেমার দেবতাতুল্য অভিনেতা। রজনীকান্ত ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতটাই জনপ্রিয় সেজন্য তাকে বলা হয় 'গড অব ইন্ডিয়ান সিনেমা'। অমিতাভ বচ্চনও একবার বলেন, রজনীকান্তকে তিনি তার অনুপ্রেরণা হিসেবে দেখেন। তামিল, তেলেগু, কানাড়া, মালায়ালাম, হিন্দি এবং এমনকি বাংলা ছবিতেও অভিনয় করেছেন রজনীকান্ত।

যারা সিনেমাপ্রিয় তারা জানেন দক্ষিণী সিনেমাগুলো কত অসাধারণ হয়। সে দেশের দর্শকরা নায়কের চেহারা নিয়ে চিন্তিত নয়। কুচকুচে কালো, রোগা পটকাও ওদের সিনেমার নায়ক হতে পারে। দেখলে মনে হবে নেশাখোর। এমন লোকটা পর্যন্ত কেমন দারুণ অভিনয় করে। কোটি কোটি দর্শক মুগ্ধ হয়। নায়ক রজনীকান্ত সেই মাপেরই অভিনেতা। তার চেহারায়ও 'নায়কসুলভ' তা নেই। মুখে কাঁচা-পাকা দাড়ি। মাথায় টাক। কিন্তু এই মানুষটির সিনেমা মুক্তি পেলে দক্ষিণ ভারতে হইচই পড়ে যায়। শুধু সিনেমা দিয়ে নয়, সিনেমার বাইরের কাজ দিয়েও মানুষের মন কেড়েছেন তিনি। সামাজিক অনেক কর্মকান্ডে এই অভিনেতা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে