শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফিল্ম আর্কাইভে কাওসার চৌধুরীর প্রামাণ্যচিত্র ও ক্যামেরা প্রদান

বিনোদন রিপোর্ট
  ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাওসার চৌধুরী। তার নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র 'বধ্যভূমিতে এক দিন', আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি', প্রামাণ্যচিত্র 'গণ আদালত', প্রামাণ্যচিত্র '৭ মার্চ ক্যামেরার চোখে'এবং তার ব্যবহৃত ক্যামেরা বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে নিজ হাতে এসব তুলে দেন। পাশাপাশি ফিলিপসের পুরনো মডেলের একটি রেডিও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। কাওসার চৌধুরীর দুর্লভ প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, ক্যামেরা এবং রেডিও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ডক্টর মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম সোহাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে