শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৬০ পেরিয়ে ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক
  ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেতা উইলিয়াম ব্র্যাডলি ব্র্যাড পিট। তিনি চলচ্চিত্র দুনিয়ায় ব্র্যাড পিট নামেই পরিচিত। নামটা শুনলেই চোখের সামনে ভেসে আসে রুপালি পর্দার সুদর্শন এক তারকার অবয়ব, যিনি হলিউডে সফল ক্যারিয়ারের পাশাপাশি বিলাসবহুল জীবন-যাপন বা সুন্দরী নায়িকাদের সঙ্গে সম্পর্কের সুবাদে সবসময়ই মিডিয়া বা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় একজন ব্যক্তি হিসেবে ধরা হয়, আর এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখে তার পর্দার বাইরের জীবন সম্পর্কিত গণমাধ্যমের সংবাদগুলো। ব্র্যাড পিট দুইবার একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, এবং চারবার গোল্ডেন গেস্নাব পুরস্কারের জন্য মনোনীত হয়ে একবার তা জিতেছেন। ব্র্যাড ২০২০ সালে 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড'-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন। অভিনয় ছাড়া ব্র্যাড তার প্রযোজনা সংস্থা পস্ন্যান বি নিয়েও বেশ ব্যস্ত। চলতি বছর তার প্রযোজিত ছবিগুলোর মধ্যে অন্যতম মেরিলিন মনরোর জীবন অবলম্বনে অ্যান্ডু্র ডমিনিকের 'বস্নন্ড'। এছাড়া রয়েছে সারাহ পলির 'ওমেন টকিং'।

মিসৌরিতে বড় হলেও তার জন্ম হয়েছিল ওকলাহামা অঙ্গরাজ্যের শনি অঞ্চলে ১৯৬৩ সালের ১৮ ডিসেম্বর। সে হিসেবে আজ ৬১ বছরে পা রাখলেন রুপালি পর্দার জগতে বিশ্বের সবচেয়ে দামি এই তারকা। তিন দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়ে আসছেন ব্র্যাড পিট। হলিউডের আরেক খ্যাতিমান তারকা অ্যাঞ্জেলিনার সঙ্গে জড়িয়েছিলেন একটা দীর্ঘ মধুর সম্পর্কে। সেই অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন অভিনেতা। অভিনয় কমিয়ে দিয়েছিলেন, প্রকাশ্যেও খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি তিনি নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছেন শিগগিরই তিনি অভিনয়ের দুনিয়া ছেড়ে দিচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেন, 'আমি মনে করি আমার অভিনয় ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি, শেষ সেমিস্টার বা ট্রেমিস্টার চলছে। এখন সিনেমা নির্বাচন কেমন হবে? আমি কীভাবে এটাকে দেখতে চাই?' ব্র্যাড পিটের দীর্ঘশ্বাস ভরা এ বক্তব্যেই স্পষ্ট হয় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ এখনো পোড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে