সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোটের আলাদা একটা শক্তি আছে :শাকিব খান

বিনোদন রিপোর্ট
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। মাকে সঙ্গে নিয়ে তিনি গতকাল রোববার বেলা আড়াইটার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এ সময়ে ঢাকাই ফিল্মের এই সুপারস্টারকে একনজর দেখার জন্য কেন্দ্রে ভিড় জমে যায়। এ

সময়ে শাকিব খান উৎসাহী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভোট দিয়ে শাকিব খান বলেন, 'আজকের দিনটি আমাদের বাংলাদেশের জন্য স্পেশাল একটি দিন। কারণ, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের ভোটের তো আলাদা একটা শক্তি আছে। আজ আমরা নিজেদের ভোট প্রয়োগ করছি আমাদের নেতার জন্য। যারা আমাদের কথা বলবে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবে। গতবার আমি আমার আম্মাকে নিয়ে

ভোট দিয়েছি। এবারও তাকে নিয়ে

ভোট দিলাম।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় প্রত্যেক ভোটারের ভোট প্রয়োগ করা উচিত। কারণ ভোট হলো প্রতেক্যের নাগরিক অধিকার। আমরা ভোট দেব আমাদের উন্নয়নের জন্য।'

তার আগে রিটার্নিং কর্মকর্তা শাকিবের সঙ্গে সৌজন্যমূলক আলাপ করেন। তিনি জানান, তারকাদের উপস্থিতি সাধারণ ভোটারদের নাগরিক অধিকার পালনে বরাবরই উৎসাহিত করে।

এর আগে ওমরা হজের উদ্দেশ্যে মক্কায় গিয়েছিলেন শাকিব খান। আর সেই ওমরা পালন শেষে ঢাকায় পৌঁছেই সবার আগে ভোট প্রদানের দায়িত্বটি সেরে নিলেন শাকিব খান। তিনি তার মাকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যান ও তারা ভোট প্রদান করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাতজন প্রার্থী। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বিএনএফের প্রার্থী টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, কুলা প্রতীকে বিকল্পধারার প্রার্থী আইনুল হক, আম প্রতীকে এনপিপির প্রার্থী গোলাম ফারুক মজনু এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহ আলম একতারা প্রতীকে লড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে