মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফেরদৌস ও মাহীকে নিয়ে যা বললেন বাপ্পী

বিনোদন ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ওই আসনের ভোটার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে উপস্থিত থেকে ভোট দিয়েছেন বাপ্পী।

নারায়ণগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দিয়ে বাপ্পী বলেন, 'আগামীতে আমি রাজনীতিতে আসব।'

তিনি আরও বলেন, 'আমার ইচ্ছা আছে রাজনীতিতে। আমাদের ফিল্মের ফেরদৌস ভাই, মাহিয়া মাহীরা নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য আমাদের এই অঙ্গন আলোকিত হচ্ছে। তাই আমারও ইচ্ছা আছে, রাজনীতিতে আসার। এ ক্ষেত্রে দর্শকরা আমাকে কতটা সাপোর্ট করে, সেটা দেখার বিষয়। ফেরদৌস ভাই বা মাহী যদি নির্বাচিত হতেন তাহলে সিনেমার মানুষ হিসেবে তাদের কাছে গেলে নিশ্চয়ই উপকার পেতাম। '

বাপ্পী আরও বলেন, 'ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ঢাকা থেকে এখানে ভোট দিতে এসে রাস্তায় কোনো ঝামেলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে