শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

নাটকের গানে কোনাল-মাহতিম

বিনোদন রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
নাটকের গানে কোনাল-মাহতিম

বর্তমান প্রজন্মের একজন প্রতিশ্রম্নতিশীল সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনাল। পেস্ন-ব্যাকে সাম্প্রতিক সময়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। অন্যদিকে ভিন্নধর্মী গায়কি দিয়ে এরই মধ্যে নিজের অবস্থান জানান দিয়েছেন মাহতিম সাকিব। উপহার দিয়েছেন বেশকিছু শ্রোতাপ্রিয় গান। এবার বছরের শুরুতেই নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ দুই শিল্পী। 'তোর ওই দু'টি চোখে/ আমার পৃথিবী/ তোকে ছাড়া বাঁচা হবে না- এমন কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। 'যে জীবন তোমার আমার' শিরোনামের নাটকে গানটি স্থান পাচ্ছে। এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। কে এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মো. কামরুজ্জামান। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, অনেক মিষ্টি প্রেমের একটি গান। এর কথা-সুর খুব মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। মাহতিম সাকিব বলেন, গানটি গাওয়ার সময়ই খুব ভালো লেগেছে। এটি শ্রোতা-দর্শকদেরও পছন্দ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে