শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাজেট নেই বলে শিল্পীকে ঠকানো হচ্ছে

বিনোদন রিপোর্ট
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০

গেল কয়েক বছরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে মানও। সেই সঙ্গে বেড়েছে কাজের বাজেটও। তবুও অনেক পরিচালকের মুখে শুনতে পাওয়া যায়- কাজের বাজেট নেই। বাড়েনি, এখনো আগের মতোই রয়েছে।

এদিকে অভিনেতা আশরাফ কবীর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, পরিচালকরা কম টাকায় কাজ করে দিতে বলেন। কাজ করে দেওয়ার পরও নায্য পাওনাটা দেন না অনেকেই। ত্রিশ বছর আগেও যা দিতেন এখনো তাই দিতে চান।

তিনি ফেসবুকে লেখেন, একদিনের কাজ। বাজেট নাই। খুবই কম টাকায় করে দিতে হবে ভাই। করে দিলাম, পরের নাটক একই কথা বললেন। ছেড়ে দিলাম, কারণ আপনারা শিল্পীকে ঠকান।

সেই সঙ্গে আরও লেখেন, আমরা বেশি পারিশ্রমিক নেই না। ন্যায্যটা দিয়ে দেবেন সবাইকে আশা করি। ৩০ বছর অভিনয় করি। আগেও যা দিতেন এখনো তাই দিতে চান, বাজার কিন্তু এক নাই। আগে কম টাকায় জীবন চলত, চাহিদা ছিল না। এখন বেশি টাকা লাগে, চাহিদা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে