বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

অমিতাভ-জয়ার ৫২ বছর

বিনোদন ডেস্ক
  ০৪ জুন ২০২৪, ০০:০০
অমিতাভ-জয়ার ৫২ বছর
অমিতাভ-জয়ার ৫২ বছর

বলিউডের বরেণ্য তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তারকাদের বিয়ে টিকে না- এ কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৫১টি বসন্ত এক সঙ্গে পার করলেন। গতকাল দাম্পত্য জীবনে ৫২তম বছরে পা রেখেছেন এই যুগল।

অমিতাভ-জয়া বচ্চন দম্পতির দুই সন্তান। তারা হলেন শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। করণ জোহর সঞ্চালিত 'কফি উইথ করণ' অনুষ্ঠানে মা জয়া বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন কন্যা শ্বেতা। এ অনুষ্ঠানে অমিতাভকে বচ্চন পরিবারের 'বড় শিশু' বলে মন্তব্য করেন জয়া।

1

শোয়ের শুরুতে করণ জোহর জানতে চান কী নিয়ে মা-মেয়ে ঝগড়া করেন? জবাবে শ্বেতা বচ্চন বলেন, 'আমি যা ভাবি।' মেয়ের কথা শুনে হেসে জয়া বচ্চন বলেন, 'আমরা ঝগড়া করি না, আমরা রাগ করি।' মায়ের কথা শেষ হতে না হতেই শ্বেতা বলেন, 'মাম্মা, আমরা ঝগড়া করি। মাম্মা, এতটা শ্রম্নতিমধুর করো না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে