২০১৪ সালে ভিট টপ মডেল সেরা জামানের নতুন সিনেমা 'রং ঢং' আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন এই সিনেমাটি পরিচালনা করেছেন আহসান সারোয়ার। সেরা জামান নতুন চলচ্চিত্র মুক্তি পাওয়া নিয়ে বলেন, দীর্ঘ সময় প্রতীক্ষার পর আমার অভিনীত 'রং ঢং' সিনেমাটা মুক্তি পাচ্ছে। এর আগে রিলিজ হয়েছে সিনেমার ট্রেলার। ট্রেলার রিলিজের পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আমি আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
তিনি আরও বলেন, 'রং ঢং সিনেমাটি প্রথমে সেন্সর বোর্ড আটকে দেয়। তারপর কারেকশন করে আবারও সেন্সরের জমা দেওয়া হয়। তারপরও তারা সিনেমাটি নিষিদ্ধ করে দেয়। পরবর্তীতে গত বছর আপিল বিভাগের রায়ে সিনেমাটি সেন্সর পায়। একাধিক বাধা পেরিয়ে সিনেমাটি আজ মুক্তি পেতে যাচ্ছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়। এর জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে। দর্শকদের জানাতে চাই যে, আমার এত বছরের পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা সিনেমা হলে আসুন, সিনেমাটা দেখুন। আমি আশা করছি, আপনারা সিনেমাটি বেশ
উপভোগ করবেন।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা জামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, প্রাণ রায়, জামিল হোসেন, সোহেল মন্ডল প্রমুখ।