শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুনা খানের 'নীলপদ্ম'

বিনোদন রিপোর্ট
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
'নীলপদ্ম' সিনেমার একটি দৃশ্যে রুনা খান

পর্দা উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র বিষয়ক আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। তবে দর্শকের সবচেয়ে আগ্রহ থাকে দেশীয় নতুন ছবিগুলো নিয়ে সাজানো উৎসবের 'বাংলাদেশ প্যানারোমা বিভাগ' নিয়ে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই বিভাগে এবার ১০টি সিনেমা জায়গা করে নিয়েছে। তারই একটি ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনীত 'নীলপদ্ম'। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'নীলপদ্ম' সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী। রুনা খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচীর মতো গুণী অভিনেত্রী। এবারই প্রথম নয়, এর আগেও 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর 'বাংলাদেশ প্যানারোমা বিভাগ'-এ রুনা খানের একাধিক ছবি জায়গা করে নিয়েছিল। যার মধ্যে রয়েছে তৌকির আহমেদ পরিচালিত 'হালদা' ও সাজেদুল আওয়াল পরিচালিত 'ছিটকিনি'। 'হালাদা' ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জয় করে নেয়।

২০২৩ সালের এমনই এক শীতে (জানুয়ারি) 'নীলপদ্ম'র শুটিং ইউনিটে ঢুকেছিলেন রুনা খান। সেই স্মৃতি টেনে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, 'জানুয়ারির দিকে। শীতের সময়। সেই প্রথম রাজবাড়ী জেলার বিখ্যাত দৌলতদিয়ায় যাই। টানা তিন দিন ছিলাম ওখানে। জীবনে প্রথম গেলাম সেখানে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। যে অভিজ্ঞতা মানুষ হিসেবে অসম্ভব সমৃদ্ধ ও সুন্দর।' দৌলতদিয়া সম্পর্কে যারা জানেন, তারা তো জানেনই। যারা জানেন না, তাদের জন্য বলা, দৌলতদিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় পতিতাপলস্নী। এটি এশিয়ার সবচেয়ে বড় গণিকালয়গুলোর একটি। এখানে প্রায় চার হাজার যৌনকর্মী পতিতাবৃত্তিতে জড়িত। 'নীলপদ্ম'র মূল চরিত্র নীলাকেও দেখানো হয়েছে এই পলস্নীর একজন যৌনকর্মী হিসেবে। যাতে নীলার মাধ্যমে উঠে এসেছে এই পেশার মানুষের জীবনের গল্প। চরিত্র হিসেবে এটা যে কোনো অভিনেত্রীর জন্য চ্যালেঞ্জিং এবং স্পর্শকাতরও বটে। সেই বিবেচনায় নীলা চরিত্রে নিজেকে কেমন করে জড়ালেন, সেই গল্প শোনা যাক রুনা খানের বয়ানে।

1

'নীলাকে আমি খুঁজে পাই অভিনেতা সজল ভাইয়ের মাধ্যমে। তিনি একদিন আমাকে ফোন করে বলেন নির্মাতা তৌফিক এলাহির কথা। সজল ভাই বললেন, 'গল্পটা আমি শুনেছি। তোর জন্য চরিত্রটা ঠিকঠাক হবে। তুই সিটিং দিয়ে দেখ। পছন্দ হলে করিস।' এরপর তৌফিক ভাই যোগাযোগ করলেন। গল্পটা শুনলাম। চিত্রনাট্য পড়লাম। আমার পছন্দ হলো। কাজটি করে ফেললাম'।

রুনা মনে করেন, অর্থ বা জনপ্রিয়তার বাইরে গিয়ে প্রতিজন শিল্পীর ভেতরেই এমন কিছু চাওয়া থাকে; যেটা সে নিজের কাজের মাধ্যমে প্রকাশ করতে চায়। 'নীলপদ্ম' তার কাছে তেমনই একটা কাজ। যে কাজটির মাধ্যমে সমাজকে কোনো বার্তা দিতে চাননি তারা, তবে একই রাষ্ট্রের দুটি আলাদা সমাজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন।

নিজের চরিত্র প্রসঙ্গে রুনা বলেন, 'আমার চরিত্রের নাম নীলা। এই নামেই সিনেমাটির নাম হলো নীলপদ্ম। এটা নীলার জীবনের জার্নির গল্প। সে একজন যৌনকর্মী। ওই শ্রেণির মানুষের জীবন, সামাজিক অবস্থা, সংগ্রামের গল্প বা পরিণতির গল্প এটা। সবচেয়ে ভালো লেগেছে, এটা একটা সরল গল্প। জটিল কিছু না। গল্পধর্মী ছবি। অসাধারণ সব সহশিল্পী পেয়েছি। নির্মাতার এটি প্রথম ছবি। তার সঙ্গেও আমার প্রথম কাজ। সব মিলিয়ে একেবারে সরল ও সরলতার ভেতর দিয়ে কাজটি আমরা শেষ করেছি।' ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'নীলপদ্ম'র প্রথম প্রদর্শনীতে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন রুনা খান ও তার দল। কারণ এটি থাকবে সবার জন্য উন্মুক্ত। এরপর উৎসবের অংশ হিসেবে ১৯ জানুয়ারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে হবে ছবিটির দ্বিতীয় প্রদর্শনী। দুটো প্রদর্শনীতেই হাজির থাকছেন রুনা খান। রুনার প্রত্যাশা, 'এই ছবিটির মাধ্যমে দৌলতদিয়ার একজন নীলার জীবনের গল্পটি পৌঁছে দিতে চাই সমাজের প্রতিটি স্তরে থাকা তরুণ দর্শকের কাছে। একজন ক্ষুদ্র অভিনয়শিল্পী হিসেবে এটা আমার মনের ভেতরের সুপ্ত ইচ্ছাও বলতে পারেন।'

প্রসঙ্গত, এ বছর রুনা খানের 'নীলপদ্ম'র পাশাপাশি 'বাংলাদেশ প্যানারোমা বিভাগ'-এ জায়গা পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হওয়া সিনেমা 'প্রিয় মালতী', কুসুম সিকদারের রচনা, পরিচালনা, প্রযোজনায় প্রথম সিনেমা 'শরতের জবা', তাসনিয়া ফারিনের অভিষেক সিনেমা 'ফাতিমা', আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম 'এখানে নোঙর', শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ওয়েব সিনেমা 'রক্তজবা', ইকবাল হোসাইন চৌধুরীর 'বলী', বিপস্নব সরকারের 'আগন্তুক'সহ আরও ২টি ছবি।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, 'আমরা আগে আটটি সিনেমার নাম ঘোষণা করেছিলাম। এবার আরও দুটিসহ সর্বমোট ১০টি সিনেমার নাম ঘোষণা করেছি। দর্শকদের জন্য শৈল্পিক বিচারে কিছু পরিবর্তনের মাধ্যমে সিনেমাগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।' বরাবরের মতো ঢাকা উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে