মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অভিনয়ের নূ্যনতম জ্ঞানও ছিল না :অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
অভিনয়ের নূ্যনতম জ্ঞানও ছিল না :অনন্যা পান্ডে
অভিনয়ের নূ্যনতম জ্ঞানও ছিল না :অনন্যা পান্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে অভিনয় দুনিয়ায় পা রাখার পর থেকে তার সঙ্গে জুড়ে রয়েছে নেপোটিজম। নেটিজেনদের অভিযোগ তারকা সন্তান হওয়ার সুবাদে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে কর্ণ জোহরের হাত ধরে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবিতে আত্মপ্রকাশ করেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। তারপর থেকেই তিনি সমালোচনার সম্মুখীন। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, 'ছবিতে কাজ করার সময় কিছু্‌ই জানতাম না। অভিনয়ের ন্যূনতম জ্ঞানও ছিল না।' তারকা সন্তানেরা যেমন বিশেষ সুবিধা পেয়ে থাকেন বলিউডে তেমনই তাদের কাজে নেওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা পান প্রযোজক পরিচালকেরাও। তারা ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের মধ্যে বেড়ে ওঠায় বিষয়টি আয়ত্তে থাকে। কিন্তু অনন্যার বেলায় নাকি সেটাও ঘটেনি। অনন্যা জানিয়েছেন, বাবা যখন ছবিতে কাজ করতেন তখন তিনি দু'একবার সেটে গেছেন। তবে সেসব এতই ছোটবেলার কথা, যে তিনি কিছুই বুঝতে পারেননি। ফলে প্রথমবার অভিনয় করার সময় তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে