logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ৩ আশ্বিন ১৪২৭

  বিনোদন ডেস্ক   ১৩ জুন ২০১৯, ০০:০০  

নুসরাতের গায়ে হলুদ আজ

নুসরাতের গায়ে হলুদ আজ
নুসরাত জাহান
আজ গায়ে হলুদের মধ্য দিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের বিয়ের আনুষ্ঠানিকতা শরু হচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে, গায়ে হলুদের আয়োজন কলকাতায় নুসরাতের নিজ বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল থেকেই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। এ উপলক্ষে তার পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িটি সাজানো হয়েছে বর্ণিলভাবে।

দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনকের সঙ্গেই বিয়ে হতে যাচ্ছে অভিনেত্রী নুসরাতের।

জানা গেছে, আগামী ১৭ জুন ইস্তানবুলে বিলাসবহুল ইয়েটে বিয়ের চূড়ান্ত অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বিয়ের সিডিউল অনুসারে ১৮ জুন থাকছে মেহেদী ও সংগীতের আয়োজন। আর ১৯ জুন নিখিলের সঙ্গে পাকাপাকিভাবে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই নায়িকা। এতে উপস্থিত থাকবেন তার প্রিয় বান্ধবী ও চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। মিমি ছাড়াও এই অনুষ্ঠানে থাকছেন নুসরাতের নিকট আত্মীয়স্বজন ও স্কুলজীবনের বেশকিছু বন্ধু-বান্ধবী। তবে টলিউডের কোন কোন অভিনেত্রী-অভিনেতা থাকছেন এই বিয়েতে, সে বিষয় এখনো জানা যায়নি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে