সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ফের পর্দায় আসছেন ওরা তিনজন

বিনোদন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফের পর্দায় আসছেন ওরা তিনজন
ফের পর্দায় আসছেন ওরা তিনজন

টেলিভিশন নাটকে হুায়ূন আহমেদের অন্যতম সফল সৃষ্টি তারা তিনজন। ডা. এজাজুল ইসলাম (এজাজ), ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে অনেক নাটক রচনা ও নির্মাণ করেছেন তিনি। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ১১ বছর পর সেই আইকনিক তিন চরিত্র আবার ফিরে আসছে পর্দায়।

ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে 'ওরা তিনজন' নামের একটি কন্টেন্ট বানিয়েছেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। এরই মধ্যে তাদের নিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা ফারুক আহমেদ। কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি ডা. এজাজ ও ফারুক আহমেদের ভাগনে চরিত্রে অভিনয় করে থাকেন। এবারও তাদের একই চরিত্রে দেখা যাবে।

ফারুক আহমেদ বলেন, 'নাটক নয়, মূলত বিজ্ঞাপনের জন্য আমাদের এক করেছেন নির্মাতা। একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন হবে। এর চেয়ে বেশি কিছু বলা নিষেধ আছে।' 'তারা তিনজন' ছাড়াও তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে- 'তারা তিনজন টি-মাস্টার', 'তারা তিনজন ঝামেলায় আছে', 'তারা তিনজন হে পৃথিবী বিদায়', 'তারা তিনজন ফুচকা বিলাস', 'ভাইরাস', 'আমরা জেগে আছি', 'আবারো তিনজন', 'আমরা তিনজন', 'উড়ে যায় বকপী'। এসব নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এবার ছেলের নুহাশের পালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে