পার্বত্য শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ছয় এর ব্যবস্থাপনায় দীঘলছড়ি স্টেডিয়াম মাঠে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার ১০২ জন দুস্থকে শীতবস্ত্র বিতরণ করেন জোন কমান্ডার-ইন-চার্জ মেজর আখের মোহাম্মদ জয়। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাদমান সাকিব সাদ, বিলাইছড়ি সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, আ'লীগ নেতা প্রহর কান্তি চাকমা ও ওয়ার্ড সদস্য বলাকা রানী চাকমা প্রমুখ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd