রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

কোভিডে আক্রান্ত এমপি বাদশার শারীরিক অবস্থার উন্নতি

ম যাযাদি রিপোর্ট
  ২০ এপ্রিল ২০২১, ০০:০০
কোভিডে আক্রান্ত এমপি বাদশার শারীরিক অবস্থার উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদশা 'দ্রম্নত উন্নতি' করছেন। তার অক্সিজেন গ্রহণের মাত্রা স্বাভাবিক, রক্তচাপ, সুগার লেভেলও স্বাভাবিক।

তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বাদশার সঙ্গে তার দলের পলিট বু্যরোর সদস্য সুশান্ত দাসের ফোনালাপ হয়। এ সময় বাদশা নিজে একথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ১৪ এপ্রিল বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হন।

এরপর তিনি রাজশাদী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে