শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চৌদ্দগ্রামে থেমে থাকা ট্রাকে লরির ধাক্কায় নিহত ৩

নতুনধারা
  ২১ এপ্রিল ২০২১, ০০:০০

ম যাযাদি ডেস্ক

কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী কুমিলস্নার চৌদ্দগ্রামের উনকোট গ্রামের পেয়ার আহম্মেদ (৩৫) ও লরিচালক মো. রাসেল (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটগ্রাম পুরনো সড়কের মাথায় বেলা ১১টার দিকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মহাসড়কে ঢাকামুখী একটি লরি তার সামনে থাকা রিকশা ও মোটরসাইকেল নিয়ে সজোরে ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি তখন মহাসড়কের পাশের মিতালি হোটেলে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন সাত জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে