রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বুস্টার ডোজ নিলেন পররাষ্ট্র মন্ত্রীসহ বিদেশি কূটনীতিকরা

ম যাযাদি রিপোর্ট
  ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। রোববার শুরুর দিনে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনসহ ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মালয়েশিয়া, ব্রাজিল, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা টিকা নিয়েছেন।

মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোমেন বলেন, 'লকডাউন নিয়ে আমরা এখনো ভাবছি না। এটা নিয়ে আমি একা বলতে পারব না। সর্বশেষ

যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে সেখানে আলোচনা হয়েছে। ওমিক্রন যে নতুন ভ্যারিয়েন্ট আসছে এটার ফেটালিটি কম। আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না। এ কারণে আমরা এখনো পর্যন্ত লকডাউন নিয়ে চিন্তা করছি না।'

মোমেন বলেন, 'ওমিক্রন ভ্যারিয়েন্ট ইসু্যতে আমরা নাগরিকদের ওভার বর্ডার চলাচলে নিরুৎসাহিত করছি। বিশেষ করে ভারতে। কারণ সেখানে করোনা সংক্রমণের হার খুবই বেশি।'

এ সময় নতুন ভ্যারিয়েন্ট ও করোনার সংক্রমণ কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।

দেশে যথেষ্ট টিকা আছে জানিয়ে ডক্টর মোমেন বলেন, 'আমাদের কাছে যথেষ্ট টিকা আছে। আমরা এরই মধ্যে প্রায় ১৩ কোটি লোককে টিকা দিয়েছি। প্রথম ডোজ সাড়ে সাত কোটি দিয়েছি, আর ডাবল ডোজ হয়েছে সাড়ে পাঁচ কোটি। আমরা খুব ভালো করছি। সুখের বিষয় হচ্ছে, আমাদের যথেষ্ট টিকা আছে।'

এদিকে, টিকা নেওয়া শে?ষে সাংবা?দিক?দের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ব?লেন, ভারতে ওমিক্রন বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।

গত ১৯ ডিসেম্বর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হয়। এর ৯ দিনের মাথায় সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। বুস্টার ডোজ দেওয়া শুরুর ২১ দিনের মাথায় কূটনীতিকদের বুস্টার ডোজ দেওয়া শুরু হলো।

এর আগে, গত বছরের ১০ ফেব্রম্নয়ারি প্রথম ধাপে কূটনীতিকদের টিকা দেওয়া শুরু হয়। ওই দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ মোট ২১ জন বিদেশি কূটনীতিক টিকা নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে