সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন। তবে এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গু রোগীর মৃতু্যর খবর পাওয়া যায়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আরো বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন তিনজন।
জুন মাসের ১১৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন নয়জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৯২ জন। ২১ জুন ডেঙ্গু আক্রান্ত একজনের মৃতু্যর খবর পাওয়া যায়।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃতু্য হয়েছিল।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd