কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। একের পর এক মৃতু্যর ঘটনা ঘটছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ছবিটি বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে ৪২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮০৩ জন। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃতু্য হয়েছে। এ মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৪ জন।
এর আগের ২৪ ঘণ্টায় রোগটিতে তিনজনের মৃতু্য এবং ৪৩৬ জন আক্রান্ত হয়েছিলেন।
বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন যারা আক্রান্ত
হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৫৫ জন।
১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৬৬১ জন।