শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

একজনের রিপোর্ট দেখে অন্য রোগীর পিত্তথলি অপসারণের ঘটনায় রিট মামলা

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৩, ০০:০০
একজনের রিপোর্ট দেখে অন্য রোগীর পিত্তথলি অপসারণের ঘটনায় রিট মামলা

একজনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে দেখে অন্য রোগীর পিত্তথলি কেটে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও টাঙ্গাইলের সোনিয়া নার্সিং হোমের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট মামলা করেছেন দুইজন আইনজীবী।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সাল আহমদ রনি ও তনয় কুমার সাহা এই রিট আবেদন করেন।

'পারভীনের রিপোর্ট দেখে পারভেজের পিত্তথলি কাটলেন চিকিৎসক' শিরোনামে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে জনস্বার্থে দুই আইনজীবী এই আবেদন করেন।

রিট আবেদনে ওই ঘটনায় চিকিৎসক মো. তুহিন তালুকদার ও সোনিয়া নার্সিং হোমের মালিক আবুল কালাম রিজভির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন, টাঙ্গাইল সদর থানার নির্বাহী কর্মকর্তা, সোনিয়া নার্সিং হোমের মালিক ও চিকিৎসককে বিবাদী করা হয়েছে আবেদনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে