বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলে বেশি কাজ করার তাগিদ রাষ্ট্রপতির

যাযাদি ডেস্ক
  ১৬ জুন ২০২৩, ০০:০০
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সাক্ষাৎ করেন

জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, 'দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করুন। অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রম্নততার সঙ্গে শেষ করুন।'

বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুলস্নাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে দুদক কমিশনার ডক্টর মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে