শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাসেমের দাফন সম্পন্ন

রাজস্থলী সংবাদদাতা
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাসেমের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাসেমের দাফন সম্পন্ন

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা দুইটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজের জানাজার আগে রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাজস্থলী থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় উপজেলার আমছড়া পাড়া এলাকায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। জানাজা ও গার্ড অব অনার শেষে তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার দরগাহ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে