সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকান্ড

এক লাখ টন চিনি পুড়ে ছাই

শিল্প গ্রম্নপটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান ঘিরে মজুত করা হয়েছিল এসব অপরিশোধিত চিনি
চট্টগ্রাম অফিস
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
চট্টগ্রামে সোমবার এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করে -ফোকাস বাংলা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছাপুর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে মিলের ১ নম্বর গুদামে এ ঘটনা ঘটে। এতে এক লাখ টন চিনি পুড়ে ছাই হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শিল্প গ্রম্নপটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন রমজান ঘিরে মজুত করা হয়েছিল এসব অপরিশোধিত চিনি।

কর্ণফুলী থানার মইজ্জারটেক সংলগ্ন ইছাপুর এলাকায় ১১ মেগাওয়াটের এস আলম পাওয়ার পস্নান্টের পাশেই এস আলম রিফাইন্ড সুগার মিলটি অবস্থিত। পাওয়ার পস্ন্যান্টের বিদু্যৎ দিয়েই চিনি কারখানার উৎপাদন কার্যক্রম চলে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। বিকাল ৪টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পটিয়া, চন্দনপুরা ও আগ্রাবাদের আরও ৯টি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। এরপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় চন্দনপুরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের আরও আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, 'সুগার মিলে লাগা আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। সাড়ে চার ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি।'

মিলের কর্মকর্তারা বলছেন, সুগার মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত চিনি রাখা ছিল। আগুনের তীব্রতা বাড়ার কারণে অন্য গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তারা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুলস্নাহ হারুন পাশা বলেন, গোডাউন ভর্তি সুগার ছিল। পাঁচতলা ভবনের মতো উঁচু গোডাউনটির আগুন নিয়ন্ত্রণে না আসলেও অনেকটাই কমে এসেছে। আগুনে কোনো হতাহত নেই- দাবি করে তিনি বলেন, আশেপাশের স্থাপনাগুলোতে আগুন ছড়ানো ঠেকানো গেছে।

এস আলম গ্রম্নপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেছেন, রমজানের জন্য এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। এই চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। আগুনের

পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, চিনি আর অবশিষ্ট নেই। ফলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।

তিনি বলেন, 'মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে যায়। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা বা কোথা থেকে আগুনের সূত্রপাত, এর কিছুই আমরা জানতে পারিনি। আগুন যেন মূল কারখানায় ছড়িয়ে না পড়ে ফায়ার সার্ভিসকর্মীরা সে চেষ্টাই করেন। আমরাও তাদের সহায়তা করি।'

এস আলম গ্রম্নপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, এস আলমের এই কারখানায় আমদানি করা কাঁচা চিনি পরিশোধন করা হয়। কারখানায় চার লাখ মেট্রিক টন ক্যাপাসিটি আছে। বিকাল ৪টার দিকে ইউনিট-ওয়ানের গুদামে আগুনের সূত্রপাত। সেখানে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল।'

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, 'চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে আগুন এখনো (রাত সাড়ে ৮টা) একটিতে সীমাবদ্ধ আছে। আগুন নির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড ও বিমান বাহিনীর একাধিক ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'

এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে দুটি পস্ন্যান্টে পরিশোধন করা হয়। এর মধ্যে পস্ন্যান্ট-১ এর দৈনিক উৎপাদন ক্ষমতা ৯০০ টন আর পস্ন্যান্ট-২ এর দৈনিক উৎপাদন ক্ষমতা এক হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি এবং কারিগরি সহায়তায় এই কারখানাটি পরিচালিত হয়।

এর আগে গত শুক্রবার নগরীর বাকলিয়া এক্সেস রোডে এস আলম গ্রম্নপের একটি হিমাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে