বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
জলঢাকায় মতবিনিময় সভায় আসিফ মাহমুদ

শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি

স্টাফ রিপোর্টার, নীলফামারী, জলঢাকা (নীলফামারী), ম পঞ্চগড় ও আটোয়ারি (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি
আসিফ মাহমুদ

শুধু একটি নির্বাচন বা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই বলে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি আগামী বছরের শুরুর দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সঙ্গে নিয়ে এই এলাকায় আসবো, গণশুনানির মাধ্যমে মানুষের কথা শুনে শিল্প বাণিজ্য কৃষি ও তিস্তার পানির যে সমস্যা তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করবো। আমি আশাবাদী, আপনাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে। নীলফামারীর জলঢাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বুধবার বিকালে জলঢাকা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

1

অনুষ্ঠান শুরুতে অবহেলিত জলঢাকা উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার বিষয়বস্তুু আলোকপাত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, কেন্দ্রীয় অন্যতম সমন্নয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ওবায়দুলস্নাহ সালাফি, উপজেলা জামায়াতে আমির মোখলেছুর রহমানসহ স্থানীয় সমন্নয়ক বৃন্দ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানান, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার মানুষ প্রতি বছর প্রচন্ড শীতে কাবু হয়ে পড়ে। গত বছরের তুলনায় এ বছরে শীতের দাপট ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসে অধিকাংশ সময় ০৯ থেকে ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। এতে এ অঞ্চলে ক্রমাগত বাড়তে থাকে কনকনে শীত তীব্রতা। হিমালয় পর্বত সন্নিকটে হওয়ায় উত্তরের হিমেল বাতাসে ঠান্ডায় অসহায় হয়ে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে অসহায় মানুষকে উষ্ণতা দিতে এগিয়ে এসেছে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সকাল ১২ টায় তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেলিকাপ্টার অবতরণ করেন। পরে ওই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। কনকনে শীতে ভালো মানের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে প্রায় ২০০০ হাজারেও অধিক দরিদ্র মানুষের মুখে। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে স্কুল ব্যাগ ও বাই সাইকেল।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারজিস আলম, সাধারণ সম্পাদক জুলাই আগষ্ট শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সমন্বয়ক, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন। সভাপতিত্বে ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেদ আলী, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। এ ছাড়া আরো সরকারি উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, 'আমরা জুলাই গণঅভু্যত্থানের সময় এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের স্স্নোগান হতো টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই স্স্নোগানে দেওয়ার জন্য তেঁতুলিয়াকে সবাই চিনে। আজকে আসার সুযোগ হলো দেখার সুযোগ হলো তাই আমি নিজেকে স্বভাগ্যবান মনে করে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং জুলাই গণঅভূ্যর্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমরা দীর্ঘ সময় ফ্যাসিবাদ সরকার থেকে মুক্তি পেয়েছি।'

তিনি বলেন, 'আমি উত্তরবঙ্গে এসেছি উত্তর বঙ্গের প্রায় ১২টি জেলায় ২২টি উপজেলায় আমি পরিদর্শন করবো। শুধু মাত্র একটি বিশেষ কারণে আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত। আমি নিজেই সরেজমিনে তাই পরিদর্শন করতে এসেছি। আপনাদের কথা এবং দাবী গুলো শুনতে চেয়েছি। স্থানীয়ভাবে অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছাড়াও উত্তরবঙ্গের প্রতিটি মন্ত্রণালয় এবং বৈষম্য শিকার হয়েছে এ বিষয়েও সরেজমিনে কাজ চলবে। আপনাদের যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন সেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে। এখানে তেঁতুলিয়া উপজেলার ও পঞ্চগড় সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার আহবান থাকবে নাগরিক সেবাকে অগ্রাধীকার দিয়ে আপনারা কাজ করবেন। জনগণকে আপনাদের কাজের ক্ষেত্রে কোন প্রকার হেনস্থা কিংবা কালক্ষেপণ সময় ক্ষেপন ঘুষ-দুর্নীতি এধরণের কোনো কিছুর সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানান। তেঁতুলিয়া বাসীর কাছে আমার আহ্বান থাকবে কোন সরকারি বেসরকারী কর্মকর্তা-কর্মচারী যদি কোন ধরণের কোন আবদার করে বা ঘুষ চাই কিংবা দুর্নীতির সাথে জড়িত হয়। তাহলে তাৎক্ষনিকভাবে আমাদের জানাবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।'

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি জানান, বাংলাদেশকে সেভাবেই গড়তে চাই, যেভাবে এ দেশের মানুষ দেখতে চায়-এমনই কথা বললেন অন্তর্র্বতী সরকারের স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বুধবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্যদের মাঝে চেক এবং দুঃস্থ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আটোয়ারীর সন্তান মোঃ সারজিস আলম।

বিশেষ অতিথির বক্তব্যে সমন্বয়ক সারজিস আলম বলেন, সরকারী দপ্তরগুলোতে কোন কর্মকর্তা-কর্মচারী ঘুষ দাবী করলে তাকেও শেখ হাসিনার ন্যায় বিতারিত করা হবে। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, স্থানীয় জামায়াতের আমীর মো. ইউনুস আলী খাঁন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের জেলা সমন্বয়কারী মোঃ ফজলে রাব্বী।

সজীব ভূঁইয়া আরও এই অন্তর্র্বতী সরকারের আমলেই উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করার অঙ্গীকার করেন। সেইসাথে আটোয়ারী ক্রীড়া সংস্থার উন্নয়নে বিশ লাখ এবং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য পঞ্চাশ লাখ টাকা প্রদান করার ঘোষণা করেন। আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ শহিদ পরিবারের আট জন সদস্যকে দশ লাখ টাকার করে চেক এবং দুই হাজার দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউসুফ, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

বালিয়াডাঙ্গা (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্র্বতী সরকার।'

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, 'আন্দোলনে দুই সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সরকার তাঁদের পরিবারগুলোর পাশেও দাঁড়াচ্ছে। অন্তর্র্বর্তী সরকার রাষ্ট্রের সংস্কার কার্যক্রমগুলো করবে। আপনারা জানেন, অন্তর্র্বতী সরকারের গঠন করা কমিশনগুলোর তিন মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাব জমা দেবে, তারপর আমরা যাঁরা স্টেকহোল্ডার আছেন, তাঁদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।'উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানোর কথা উলেস্নখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রম্নত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে। সরকারের এই উপদেষ্টা শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবন নির্মাণে গুরুত্ব আরোপের পাশাপাশি বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।

বিগত সরকারের সময় যেসব জেলায় উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প শুরু করবে অন্তর্র্বতী সরকার। যাতে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'পলস্নী বিদু্যতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয় অন্তর্র্বতী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া ক্যাটাগরি পূরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্যে কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।'

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এবং বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় তাতে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন সজীব ভূঁইয়া। এ সময় দুওসুও এবং বড় পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রম্নতি দেন তিনি।

মো. মতিউর রহমান, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মো. কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে