সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সচিবালয়ের আগুন নাশকতা নয়

যাযাদি রিপোর্ট
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
সচিবালয়ের আগুন নাশকতা নয়

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা বা নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিদু্যতের দুর্বল সংযোগের জন্য সচিবালয়ে আগুন লাগে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ-সংক্রান্ত রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। পরে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী এ তথ্য সাংবাদিকদের জানান।

প্রাথমিক অনুসন্ধানের তথ্য জানিয়ে তিনি বলেন, 'তিন জায়গার নমুনা সংগ্রহ করা হয় এবং বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। বৈদু্যতিক ত্রম্নটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।'

1

এর আগে ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে ৮ সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যতদ্রম্নত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে