সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে রগ কেটে হত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে রগ কেটে হত্যা

বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যা করে। তিনি পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের পুত্র এবং ৯ ওয়ার্ড যুবদলের সদস্য।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে নাসিরকে দুর্বৃত্তরা কুপিয়ে পায়ের রগ বিচ্ছিন্ন করে ফেলে রাখে। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান।

1

স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন বলেন, 'নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার দুই পায়ের রগ কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃতু্য হয়েছে।'

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল মোহাম্মদ আবু ছালেহ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান।

স্থানীয়রা দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে তারা মোটরসাইকেল যোগে মাহবুব হোসেনের ছেলে রাব্বি ও ফরিদ গাজীর ছেলে হাসানকে পালিয়ে যেতে দেখেন। এদের বাড়ি উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।

বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়া কে কেন্দ্র করে নাসিরের সঙ্গে হাসানের বিরোধ হয়। এনিয়ে বুধবার সকালে স্থানীয়রা সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। এতে হাসান সন্তুষ্ট না হওয়ায় রাব্বিসহ ৮ থেকে দশজন নাসিরকে কুপিয়ে হত্যা করে। ইতোমধ্যে অভিযুক্ত রাব্বির বাবা মাহবুবকে পুলিশ আটক করেছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

এদিকে, এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা গোলাম রাব্বি, ইব্রাহিম, হাসানের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপির ছাত্রদল, যুবদল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে