বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জের পদ্মায় ধরা পড়ল ১১ কেজি ওজনের বোয়াল

যাযাদি ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
মানিকগঞ্জের পদ্মায় ধরা পড়ল ১১ কেজি ওজনের বোয়াল

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পরেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে মৎস্য শিকারী শুকুর আলী।

1

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মায় মাছ ধরতে যান। মধ্যরাতে জাল তুলতেই বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বোয়ালটি। পরে শুক্রবার সকালে আড়তে নিয়ে এসে মেপে দেখা যায় মাছটির ওজন ১১ কেজি।

আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, '১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। পরে হাকডাকে ২০ হাজার ৩০০ টাকায় বোয়ালটি আমি কিনেছি।'

তিনি বলেন, 'পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম। তবে মাঝে মাঝেই বড় বড় বোয়াল, আইড় মাছ ওঠে।' হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, 'হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। বৃহস্পতিবার রাতেও একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে