শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সত্যের জয়

মোহাম্মদ শামীম মিয়া
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
সত্যের জয়

সত্য কথা বলতে গেলে

স্বাধীনভাবে চলতে গেলে

ছিল অনেক মানা,

এখন সবাই প্রতিবাদী

ভয়ে পালাই মিথ্যাবাদী

স্বপ্ন মেলে ডানা।

পাখিরা সব বনে বনে

করে কলরব মুক্ত মনে

জেগেছে সাহস আশা,

মিলেমিশে চলব সবাই

বৈষম্য ভুলব বড়াই

থাকবে ভালোবাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে