শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

উপকারী

সুলতান মাহমুদ
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
উপকারী

ফল খেলে বল হয়

শাকে বাড়ে দৃষ্টি,

মাছ ডালে দেহে হয়

আমিষের সৃষ্টি।

দুধ খুব উপকারী

ডিমে আছে পুষ্টি,

পরিমিত জল পানে

কিডনির তুষ্টি।

খেলাধুলা হাঁটাহাঁটি

লাগে দেহ গঠনে,

নানাবিধ জ্ঞান বাড়ে

ভালো বই পঠনে।

সফলতা তার ঘরে

যার আছে কর্ম,

ভালো লোক হতে হলে

মেনে চলো ধর্ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে