শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রংধনু

এম. আবু বকর সিদ্দিক
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
রংধনু

রংধনু তুই নীল গগনে

করিস তো বেশ ঢং,

কে দিয়েছে তোর শরীরে

মনমাতানো রং।

তোর শরীরে সাতটি রং

লাল, বেগুনি, সবুজ,

আরও দেখি নীল, কমলা

আকাশি আর হলুদ।

নীল গগনে তুই যেন এক

সপ্তরঙের সাঁকো,

রূপসী তোর রূপের বাহার

ভুলতে পারি নাকো।

তুই যেন এক নববধূ

মন মাতানো ছবি,

রূপ দেখে তোর দূর আকাশে

মুচকি হাসে রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে