শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

একটি ছড়া

ওলি মুন্সী
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
একটি ছড়া

একটি ছড়া তোমার জন্য

একটি ছড়া আমার

এই ছড়া শীতের আমেজ

শিশুর নতুন জামার।

একটি ছড়া দেশের জন্য

এবং তাহার মাটি

একটি ছড়া নদীর জন্য

আটষট্টি হাজার ভাটি।

একটি ছড়া বাঁচার জন্য

মৃত আদম শুমার

একটি ছড়া শিশুর জন্য

ফিলিস্তিনের বোমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে