শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভোরের আগমন

আবু সাইদ
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ভোরের আগমন
ভোরের আগমন

ওই যে ভোরের ডাক কিচিরমিচির শব্দ সাথে কা কা করে কাক। পুবের আকাশ চক্ষু খোলে ভোরের হাওয়া পেখম তোলে ঝুমে ঝুমে মেঘের ভেলা যাচ্ছে যেথায় যাক। রাতের প্রদীপ সকল তারা একে একে নিভায় কারা? উষা হাসে ফোকলা দাঁতে দেখেই লাগি তাক। রাঙা চোখে সূয্যি-খানা রাতের লেজে দিয়ে হানা ভোর কে বলে এই তো আমি দুয়ার খুলে রাখ্‌। মেলল আলো পাখ ঘুম ছেড়ে সব উঠল জেগে গাছগাছালির শাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে