সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

আবহাওয়া

সাধন সরকার
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
আবহাওয়া
আবহাওয়া

বন্ধুরা, চলো প্রথমে জানা যাক 'আবহাওয়া' সম্পর্কে। আবহাওয়া হলো প্রতিদিনকার আকাশ ও বায়ুমন্ডলের (বায়ুর বিশালাকার যে মন্ডল) চারপাশের অবস্থা।

আরও নির্দিষ্ট করে যদি বলি তাহলে বলা যায়, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থা হলো আবহাওয়া। আমাদের চারপাশের বায়ুর তাপ, বায়ুর চাপ (বায়ু চারপাশে যে চাপ দেয়), বায়ুর প্রবাহ (বায়ুর চলাচল), বায়ুর আর্দ্রতা (বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি), মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি মিলেই আবহাওয়ার অবস্থা তৈরি হয়। এগুলো আবহাওয়ার এক একটি উপাদান। এই জন্যই দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া আলাদা আলাদা হয়। আবহাওয়ার ভিন্নতার কারণে কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, আবার কোনো স্থানের বাতাস হতে পারে গরম ও ঠান্ডা। আবহাওয়ার ভিন্নতার কারণে আমরা মূলত কখনো ঠান্ডা আবার কখনো গরম অনুভব করি এবং সে অনুযায়ী আমরা জামাকাপড় পরি। একইদিনে খুলনার আবহাওয়া এক রকম (বৃষ্টি হতে পারে), আবার ঢাকার আবহাওয়া অন্য রকম হতে পারে (বৃষ্টি নাও হতে পারে)! বন্ধুরা, আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। যদিও আবহাওয়া আমাদের জীবনের প্রতিদিনকার কাজের ওপর খুব একটা প্রভাব বিস্তার করে না! বায়ুমন্ডলের সাময়িক অবস্থা হলো আবহাওয়া।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে