নিয়ামতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হকের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছে নিয়ামতপুর প্রেস ক্লাবের সদস্যরা।
এনামুল শুক্রবার বিকালে চিকিৎসাধীন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে মৃতু্যবরণ করেন। (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রেস ক্লাব সূত্রে জানা যায়, ২০১১ সালে এনামুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন প্রধান অতিথি হিসেবে নিয়ামতপুর প্রেস ক্লাবের উদ্বোধন করেন। তৎকালীন সভাপতি ও বর্তমান প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, নিয়ামতপুর উপজেলাবাসী একজন দক্ষ প্রশাসক হারালেন। তার রাজনৈতিক প্রজ্ঞা অত্যন্ত তীক্ষ্ন ছিল।
নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার হাত ধরেই নিয়ামতপুর প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। তিনি উপজেলায় প্রেস ক্লাবের গুরুত্ব অনুধাবন করেছিলেন। তার মৃতু্যতে আমরা শোকাহত।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd