শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ম বেনাপোল প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০
শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শার্শার সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় দেড় কোটি টাকার স্বর্ণসহ জনি নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার উপজেলার গোগা সীমান্ত থেকে তাকে এক কেজি ৮৪৬ গ্রাম স্বর্ণসহ আটক করে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল। আটককৃত জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার রেজাউল ইসলাম বলেন, স্বর্ণ উদ্ধারের নেতৃত্ব দেন খুলনা বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান।

২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা সীমান্তের গোগা কলেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে জনিকে মোটর সাইকেল থেকে আটক করা হয়। এ সময় তার কোমর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার বাজার মূল্য এক কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে