শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ট্রাকচাপায় বগুড়ায় আ'লীগ নেতা ও হাতীবান্ধায় ব্যাংক কর্মকর্তার মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
ট্রাকচাপায় বগুড়ায় আ'লীগ নেতা ও হাতীবান্ধায় ব্যাংক কর্মকর্তার মৃতু্য

ট্রাকচাপায় বগুড়ায় আওয়ামী লীগ নেতা এবং লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাংক কর্মকর্তার মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্র্টার ও প্রতিনিধির পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, মঙ্গলবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় খলিলুর রহমান-(৫২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি বগুড়া সদর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। মোটর সাইকেলে ছেলেকে নিয়ে তিনি যাচ্ছিলেন। এ ঘটনায় তার ছেলে মোমিত হাসন-(১৭) আহত হয়। তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, খলিলুর রহমান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার একটি কলেজে ছেলেকে একাদশ শ্রেণিতে ভর্তি করার জন্য দুপুর দেড়টার দিকে ছেলেসহ তিনি মোটর সাইকেলে যাচ্ছিলেন। পথে ফটকি ব্রিজের কাছে একটি ট্রাক তার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই খলিলুর মারা যান।

এদিকে হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি জানিয়েছেন, লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় আব্দুল লতিফ-(৪৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিন্ড কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি পাশের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল লতিফ মোটর সাইকেলে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার এবং ট্রাক আটক করে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে