রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন হয়েছে :পাটমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ৩১ মে ২০২৩, ০০:০০
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন হয়েছে :পাটমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক -যাযাদি

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে এত উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ

হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয় করতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভুইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও ফয়সাল হক, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, প্রেস ক্লাবের সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর হাসান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল মোলস্না প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে