শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়ক প্রশস্তকরণ কাজে ধীরগতি

বর্ষায় বৃষ্টির পানি জমে ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগে যানবাহন ও পথচারী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৩, ০০:০০
আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়ক প্রশস্তকরণ কাজে ধীরগতি
বগুড়ার আদমদীঘিতে প্রশস্তকরণ কাজের ধীরগতির কারণে বেহাল ডহরপুর-ছাতিয়ানগ্রাম সড়কে দুর্ভোগ -যাযাদি

বগুড়ার আদমদীঘির পশ্চিম ব্রিজ থেকে ডহরপুর হয়ে ছাতিয়ানগ্রাম পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের এক বছর অতিবাহিত হলেও কোন গতি না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঠিকাদারের লোকজন সড়কের বিভিন্ন স্থানে মাটি খুড়ে দুই ধারে সীমানা প্রশস্তকরণে ইট স্থাপন করে ফেলে রাখায় সমস্ত সড়ক খানাখন্দকে পরিণত হয়েছে।

ফলে বর্ষা মৌসুমে এই সড়কে বৃষ্টির পানি জমে প্রতি নিয়ত যানবাহন চলাচলে ও পথচারীরা দুর্ঘটনায় পড়ছেন। ইতিমধ্যে বেশ কিছু ট্রাক ও অটোচার্জার বিকল হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সড়কে।

জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়ক এলজিইডির বগুড়ার আওতায় আরডিআরআইডিপি প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার সড়ক সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ ও উন্নয়ন নামক প্রকল্পটি গত ২০২২ সালের ২১ জুন সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এদিকে উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও মূল সড়কের দুই পাশে মাটি কেটে সীমানা নির্ধারণে ইট স্থাপন (এজেন্ড) ও কিছু অংশে কার্পেটিং তুলে ফেলে রাখার পর দীর্ঘদিন ধরে কাজটি বন্ধ রয়েছে। ফলে আগের মতো সড়কটি খানাখন্দে ভরপুর হয়ে আরও ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়ক দিয়ে যানবাহন ও পথচারিদের চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

বীর মুক্তিযোদ্ধা তহিরউদ্দিন ও অ্যাডভোকেট শাহিন সড়ক প্রশস্থকরণ কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে অতিদ্রম্নত কাজটি শেষ করার জন্য আহবান জানান।

সালগ্রামের অটোভ্যান চালক মামুন ও ছাতিয়ানগ্রামের আনোয়ার জানান, ছাতিয়ানগ্রাম ভাঙ্গা সড়কে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ে অনেক যানবাহনের ক্ষতি হচ্ছে। তারা দ্রম্নত সড়কটি মেরামতের দাবী জানান।

উপজেলা প্রকৌশলী রিপন কুমার জানান, ঠিকাদারের ব্যক্তিগত সমস্যার কারণে সড়ক উন্নয়ন কাজ বিলম্ব হচ্ছে। তবে কাজটি দ্রম্নত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে