রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় আগুনে বসতঘর পুড়ে ছাই ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৩, ০০:০০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। উপজেলার বটতলী নুরপাড়ায় বৃহস্পতিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে প্রকাশ, আনোয়ারা উপজেলার বটতলী নুরপাড়ায় রাতে এয়ার মোহাম্মদের বসতঘরে আগুন লাগে। আগুনে মুহূর্তের মধ্যে বসতঘর পুড়ে যায়। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। শুক্রবার সকালে পলস্নী বিদু্যতের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ছবুর বলেন, আগুনে পুড়া বসতঘর দেখে ইউনিয়ন পরিষদকে অবগত করেছি।

বসতঘরের মালিক এয়ার মোহাম্মদ জানান, আগুনের খবর পেয়ে শুক্রবার শহর থেকে ভোরে বাড়িতে এসে দেখি আমার সহায়সম্বল সব শেষ হয়ে গেছে। কোনো কিছু নেই। ঘরে থাকা টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আনোয়ারা থানার পুলিশকে লিখিতভাবে অগ্নিকান্ডের ঘটনা জানিয়েছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে