রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে দুই যুবকসহ তিন জেলার সড়কে ঝরল ৪ প্রাণ

স্বদেশ ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ঢাকার কেরানীগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছে। এদিকে, মাগুরার মহম্মদপুরে ও কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর:

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-মাওয়া রোডের আব্দুলস্নাপুর ব্রিজ এলাকায় রাত ১২টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজনের মৃতু্য হয় ও আহত দু'জনকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার আসিফুজ্জামান জানান, 'রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পাশেই একটি পালসার মোটর সাইকেল পড়েছিল।'

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় মিরাজ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার উপজেলার রাজাপুর ইউনিয়নের পলস্নীবিদু্যৎ অফিসের সামনে থেকে দ্রম্নতগতির মোটর সাইকেল ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোকলেস হোসেনের ছেলে।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে মাইক্রোবাসের ধাক্কায় আঁখি নামে ৬ বছরের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃতু্য হয়েছে। শুক্রবার রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী কিশামত পুনকর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আঁখি উপজেলার সদর ইউনিয়নের কিশামত পুনকর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে