রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মইরহাটে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

নওগাঁর ধামইরহাটে শত্রম্নতার জেরে বিষ দিয়ে অসহায় বিধবার পুকুরের মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ১০ মণ দেশীয় প্রজাতির মাছ মরে যায়, যার ফলে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনায় বিধবা হাসনা বেগমের মেয়ে রুমা পারভীন বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা করেছেন।

বাদী রুমা পারভীন জানান, 'প্রতিপক্ষ উত্তর জাহানপুর গ্রামের মৃত খেজমত আলীর ছেলে এমদাদুল, এনামুল ও রেজাউল গং পূর্বশত্রম্নতার জের ধরে পুকুরের মাছ চুরি করে নেয়। এ সময় গ্রামবাসী চলে এলে প্রতিপক্ষরা সব মাছ নিতে না পারায় গ্যাস বড়ি দিয়ে প্রায় ১০ মণ মাছ নিধন করে।

ধামইরহাট থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, 'অভিযোগ পেয়েছি, ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে