সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে বংশী নদীর খনন যন্ত্রে আগুন দিল দুর্বৃত্তরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ঢাকার ধামরাইয়ে বংশী নদীর একটি মোহনা সংস্কারের জন্য ইজারা নিয়ে মাটি কাটার খনন যন্ত্র ভেকুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা গ্রামে।

জানা গেছে, ধামরাই উপজেলার বংশী নদীর গাওতারা মোহনা সংস্কারের জন্য ১৬ লাখ টাকায় সরকারিভাবে ইজারা নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী। তিনি স্থানীয় যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী ইছাকসহ আরও কয়েকজনকে ইজারার অংশীদার করেন। পরে তারা বংশী নদীর মোহনাসহ পাশের কয়েকটি এলাকায় ১০ থেকে ১২টি ভেকু মেশিন দিয়ে বালুমাটি কেটে তা বিক্রি করে। মঙ্গলবার রাতে কে বা কারা ভেকুতে আগুন লাগিয়ে দেন। এতে ভেকুটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার জন্য ভেকুর মালিক আনোয়ার হোসেন আইযুব আলী ইছাককে দায়ী করেন।

তবে আইযুব আলী ইছাক জানিয়েছেন, 'আমরা ভেকুর মালিক আনোয়ার হোসেনের নিকট মাটি নেওয়ার জন্য প্রায় ১৫ লাখ টাকা পাব। সে টাকা না দেওয়ার ফন্দি হিসেবে নিজেদের ভেকুতে নিজেরাই আগুন দিয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে