চট্টগ্রামের রাউজানের কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহ বেড়েছে। আখ চাষের খরচ ও ঝুঁকি দু'টিই কম। এ কারণে খরচের তুলানায় অধিক লাভের আশায় অনেকেই আখের দিকে ঝুঁকছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, কৃষকরা আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতেন। এ বছর কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে চাষ করে ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ৩০ হেক্টর জমিতে উন্নত জাতের আখ চাষ হয়েছে। প্রতিহেক্টর জমিতে আখের উৎপাদন হয়েছে ১১০ থেকে ১১২ টন। এমন ফলনে কৃষকরা প্রতি হেক্টরে উৎপাদন খরচ বাদ দিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন।
মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা যায়, এবার উপজেলার গহিরা, চিকদাইর, ডাবুয়া, কদলপুর, রাউজান সদর ইউনিয়নে বেশি আখ চাষ হয়েছে। কৃষকরা প্রায় প্রতিদিন আখ মাড়াই করে হাট-বাজারে নিয়ে বিক্রি করছেন। এবার উন্নত জাতের বীজ বপন করায় আখের গঠন প্রকৃতি ভালো হয়েছে। তাই প্রতিটি আখের দাম পাচ্ছেন ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তারা বলেছেন, তারা আখ চাষিদের সঙ্গে মাঠে থেকে যেভাবে চাষাবাদের পরামর্শ দিয়েছেন, কৃষকরা বীজ বপন থেকে মাড়াই পর্যন্ত সেই পরামর্শ অনুসরণ করে চাষাবাদ করায় এখন লাভবান হচ্ছেন। গহিরা ইউনিয়নের নুরুল আলম তার ক্ষেতে আশানুরোপ ফলন পেয়ে খুশি বলে জানিয়েছেন। বলেছেন আগামী মৌসুমে ক্ষেতের পরিধি বাড়াবেন।
মাঠে কর্মরত উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার হলদিয়া ইউনিয়নে আট হেক্টর, ডাবুয়া ইউনিয়নে ছয় হেক্টর, চিকদাইরে দুই হেক্টর, গহিরায় দুই হেক্টর, পৌরসভায় দুই হেক্টর, নোয়াজিষপুরে দুই হেক্টর, রাউজান ইউনিয়নে দুই হেক্টর, কদলপুরে দুই হেক্টর, পশ্চিম গুজরায় দুই হেক্টর জমিতে আখচাষ হয়েছে। এর বাইরেও কিছু এলাকায় ছোট জমিতে কৃষকরা আখ চাষ করেছেন। চাষাবাদের আয়-ব্যয়ের হিসাব দেখিয়ে তারা বলেন, সাধারণত প্রতি হেক্টরে আখচাষে খরচ হয় ১ লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রাকৃতিক দুর্যোগ ও রোগ বালাইমুক্ত পরিবেশে ফলন করা গেলে প্রতি হেক্টরে সাড়ে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আখ বিক্রি করা যায়। চলতি মৌসুমে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ ও রোগ বালাইমুক্ত পরিবেশে উৎপাদন করতে পারায় লাভবান হয়েছেন বলে তারা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবির বলেন, রাউজানে আখচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করে আসছে। কৃষি বিভাগে পরামর্শে চাষাবাদ করায় তারা লাভবানও হচ্ছেন। এবার যে জাতের আখ উৎপাদন হয়েছে, আগামীতে আরও উন্নত জাতের আখচাষে কৃষকদের সহায়তা দেওয়া হবে।