ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত "সি" ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনূকুলে আর্থিক অনুদানের ৩৪৩টি চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ফেনী জেলা প্রশাসনের সহোযোগিতায় বুধবার (২১ মে) ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জুলাই যোদ্ধাদের অনূকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকাল প্রতিনিধি “জুলাই যোদ্ধা” সাংবাদিক দিলদার হোসেন স্বপন সহ জুলাই গণঅভ্যুত্থানে আহতগণ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানে আহতগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এসব ব্যক্তিরা স্বৈরাচার পতনে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আহতদের আর্থিক অনুদান দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা নতুন বাংলাদেশের বীর হিসেবে প্রতীয়মান হবে।
রাষ্ট্র সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে। আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত "সি" ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লক্ষ টাকা আর্থিক অনুদানের ৩৪৩টি চেক বিতরণ করা হয়।