বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবার পেল সরকারি সহায়তা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৬:৫৪
কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবার পেল সরকারি সহায়তা
সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ । ছবি: যায়যায়দিন

লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য ২৫ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বুধবার ২১ মে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়।

1

এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার এসব ঢেউটিন ও টাকার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, ‘কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিমে পরিদর্শন করি। জনপ্রতিনিধিদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে