শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কালকিনিতে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কালকিনিতে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ। এরমধ্যে শিশু শিক্ষার্থীর সংখ্যাই বেশি। রোববার সকাল থেকেই কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার কাশিমপুর এলাকার মরিয়ম বেগম (৬৫) কুকুরের কামড়ে আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে এসেছেন। প্রচন্ড ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। একই অবস্থা আলীনগরের টুমচর এলাকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রূপালী, হালিমা, লাবিবা, কাওসার ও শাহীনসহ ২০ শিক্ষার্থীর। বিদ্যালয়ে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি এই ক্ষুদে শিক্ষার্থীরা। এভাবে দলে দলে আহতরা ছুটে যাচ্ছেন হাসপাতালে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, 'একসঙ্গে ৮ থেকে ১০টি এলাকায় কুকুরের আক্রমণে আহতের হাসপাতালে আসন সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাগলা কুকুরগুলোকে বন্দি করা না হলে ভয়াবহতা বাড়তে পারে।'

কুকুরে কামড় দিলে প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ মিনিট সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলার পরামর্শ দেন স্বাস্থ্যবিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে