শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভুয়া প্রকল্প বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ

ঝিনাইদহ প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ভুয়া প্রকল্প বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ

ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকারি এই দপ্তরটি নিজের প্রতিষ্ঠিত এনজিও সৃজনী এর অফিসে পরিণত করেছেন। চেয়ারম্যান তার নিজের ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুসাইন ও হিসাব রক্ষক অর্জুন কুমারকে জেলা পরিষদ অফিসে আলাদা রুমে বসিয়ে ভুয়া ও কল্পিত প্রকল্প বানিয়ে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করছেন। বুধবার ঝিনাইদহ প্রেস ক্লাবে জেলা পরিষদের ৭ জন নির্বাচিত সদস্য যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরাদিম মোস্তাকিম মনির। এ সময় পরিষদের হরিণাকুন্ডুর সদস্য আলাউদ্দীন, কালীগঞ্জের জসিম উদ্দীন সেলিম, মহেশপুরের লিটন মিয়া, কোটচাঁদপুরের রাজিবুল কবীর, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা খাতুন ও অনিতা বিশ্বাস উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই একই প্রকল্প বার বার দেখিয়ে টাকা লোপাট, মার্কেট নির্মাণ করে অর্থ হাতিয়ে নিয়েছেন হারুন অর রশিদ।

ধোপাঘাটা ব্রিজের পূর্বপাশে মার্কেট নির্মাণ ও মাটি ভরাটের কথা বলে জেলা পরিষদের ১০ লাখ টাকা উত্তোলন করেছেন। দুস্থ মহিলাদের সেলাই মেশিন দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা ও গরিব শিক্ষার্থীদের বাইসাইকেল কেনার নামে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। জেলা পরিষদের নামাজ ঘর, অফিস, ডাকবাংলো, ছাদ বাগান ও অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান তার নিজ প্রতিষ্ঠান সৃজনী প্রিন্টার্স ও তাজ ফিলিং স্টেশন ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মালামাল ক্রয় দেখিয়ে টাকা আত্মসাৎ করে চলেছেন। এছাড়াও বিভিন্নভাবে তিনি আরও ৪০-৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ চেয়ারম্যান হারুন অর রশিদের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার খুদে বার্তা পাঠিয়ে ও কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে