সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সেমিনার উদ্বোধন

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে 'কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম' ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে জনসচেতনতামূলক কার্যক্রম বিষয়ক তিন দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহগীর আলম। পুলিশ সুপার শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শহীদুল ইসলাম ও প্রেস ক্লাবের সম্পাদক বাহারুল ইসলাম মোলস্না। স্বাগত বক্তব্য রাখেন ডিএমপির সোয়াট কমান্ডার জাহিদুল ইসলাম সোহাগ।

প্রশিক্ষণ কর্মশালা

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শার বাহাদুপুর স্কুলে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বুধবার বিদ্যালয়ে একশ' প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, খাতা, কলম ও পেনসিল বক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উপজেলা পলস্নী উন্নয়নের (বিআরডিবি) কর্মকর্তা এস এম শাখির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পলস্নী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রধান শিক্ষক গোলাম রসূল প্রমুখ।

সার বিতরণ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী প্রমুখ। এ সময় ২২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠিত

ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী, শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিশ্বজিৎ চৌধুরী, শাহজাদা মাকসুদুল আলম ও জাকিরিয়া চৌধুরী প্রমুখ।

শ্রেষ্ঠ ইউএনও

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পীরগঞ্জ উপজেলার শাহরিয়ার নজির। সোমবার জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মুনছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শাহরিয়ার নজির জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক তাকে অভিনন্দন জানিয়েছেন।

মতবিনিময় সভা

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়। মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামান, সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি, প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু, সাংবাদিক সরকার অরুণ যদু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ।

চেক বিতরণ

ম সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে রোগী ও দুস্থদের মাঝে ১৯ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। মঙ্গলবার স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। সমাজসেবা কর্মকর্তা নুরুন নবীর সঞ্চালনা ও সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।

কর্মশালা অনুষ্ঠিত

ম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে শিশু কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন ইউনিসেফের জেলা কো-অর্ডিনেটর শফিকুল আলম, সাংবাদিক এম এ জাফর লিটন প্রমুখ।

উন্নয়ন মেলা

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা কৃষি অফিসার রাজীব হোসেন, ওসি একেএম নুরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

প্রশিক্ষণ উদ্বোধন

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাত দিন মেয়াদি 'নকশী কাঁথা তৈরি' বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার নাগেশ্বরী পৌরসভার কামারপাড়া এলাকার এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

অবহিতকরণ সভা

ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে মহিলাজনিত ফিস্টুলা রোগ-বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী। এ সময় ফিস্টুলা রোগের বিষয়ে সচেতনতা ও প্রতিকার সম্পর্কে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী লাকী, ল্যাম্পের পার্বতীপুর মিশন হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন প্রমুখ।

মতবিনিময় সভা

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে অনুষ্ঠিত সভায় শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার পক্ষে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য- রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ।

\হ

হুইল চেয়ার বিতরণ

ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় স্বেচ্ছাসেবী সংগঠন 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি'র উদ্যোগে ৭০ জন প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও তাজউদ্দিন, দোস্ত এইড'র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর প্রমুখ।

লিফলেট বিতরণ

ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বড়দল ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাদের উদ্যোগে এ জনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজা খাতুন তমা, আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম, বদিয়ার রহমান, তৈয়বুর রহমান তৈবার, উপজেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী প্রমুখ।

মশক নিধন

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় এডিস মশা থেকে রক্ষা পাওয়ার জন্য মশক নিধন অভিযান চলছে। গত কয়েক দিন ধরে পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফের উপস্থিতিতে এ অভিযান চলছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নওশাদ আলম, পৌর সচিব আরিফ আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস আকাশসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

অর্থ বিতরণ

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে (পিবিজিএসআই) স্কিমের আওতায় সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১৫ ছাত্রছাত্রীদের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেহেদ মাসুদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল মমিন আকন্দ, সামাদ মিয়া, লুৎফুন্নাহার, তৃপ্তি রানি কর্মকার প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সমাপনীতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, ওসি শফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল কদ্দুস, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।

সুধী সমাবেশ

ম কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাউখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী এমরান হোসেন রাজুর সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র অফিসার এরশাদ আলীর সঞ্চালনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার ম্যানেজার নিজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার ওসি পারভেজ আলী, কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম উদ্দীন প্রমুখ।

মতবিনিময় সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে 'প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং মাদকের বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার তুমলিয়া ধর্মপলস্নীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। 'কারিতাস এসডিডিবি' ঢাকা অঞ্চলের পরিচালক সৌরভ রোজারিওর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, তুমলিয়া ইউপি চয়ারম্যান আবু বকর মিঞা বাক্কু, তুমলিয়া ধর্মপলস্নীর সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর জেমস কস্তা প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

সেলাই মেশিন বিতরণ

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা পরিষদ। মঙ্গলবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তাসনীম আখতার কাকলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মায়েদুজ্জামান, ইউপি সদস্য ইশরাত সাহারা প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানিতে নবাগত ইউএনও আবুবক্কর সিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- নবাগত ইউএনও আবুবক্কর সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ ইব্রাহিম, প্রেস ক্লাবের সম্পাদক মনিরুজ্জামান খান, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্ছু, খান মো. নাসির উদ্দিন, নির্বাহী সদস্য গাজী আবুল কালাম, সহ-সভাপতি শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া-বিষয়ক সম্পাদক ইকরামুল সিকদার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে আর্সেনিক দূষণমুক্ত নিরাপদ পানির উৎস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার লৎসর গ্রামে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা ভিলেজ অ্যাডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এই কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণে ওই এলাকার আর্সেনিক দূষণমুক্ত প্রায় ৪০ জন টিউবওয়েলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই কর্মশালায় আর্সেনিক দূষণমুক্ত নিরাপদ পানির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- উপজেলা ভিলেজ অ্যাডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) মাঠ প্রকৌশলী চিত্ত রঞ্জন শীল।

সাংবাদিকদের কমিটি

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কটিয়াদী উপজেলা শাখা সাংবাদিক ইউনিয়নের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এ কমিটির অনুমোদন করেন।

এতে সরকার রফিকুল ইসলাম আরমানকে সভাপতি ও মোফাসসেল সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- রউফ ভূঁইয়া, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, রাজন, সজীব, রুবেল, প্রিন্স, আবাস ও কৃষ্ণ।

উঠান বৈঠক

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের সাফল্য মানুষের কাছে তুলে ধরতে উঠান বৈঠক করেছে উপজেলা যুবলীগ। মঙ্গলবার যশরা ইউনিয়নের যশরা গ্রামে ওয়ার্ড সভাপতি সারোয়ার জাহান ধনুর বাড়িতে এ বৈঠক হয়। ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে নারীদের নিয়ে এ বৈঠক করা হয়। যশরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- অধ্যক্ষ আতাউর রহমান, তরিকুল ইসলাম রিয়েল, পলাশ, সজীব, মতিউর, জুয়েল প্রমুখ।

সমিতি গঠন

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাটে কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টনারশিপ ব্র্যাক ব্যাংক-ডিএই প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট এলাকায় কৃষকদের নিয়ে মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খামার বাড়ি ডিএই প্রকল্পের অতিরিক্ত পরিচালক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান, উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মেসবাউল ইসলাম, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা তাপস কুমার রায় প্রমুখ।

সমাপনী মেলা

ম শেরপুর প্রতিনিধি

শেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর মুক্ত মঞ্চে স্থানীয় সরকারের উপ-পরিচালক তোফায়েল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুলস্নাহ আর খায়রুম। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- মেয়র গোলাম কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান, ছামিউল হক, মোবারক হোসেন, নুরুল ইসলাম হিরু, রফিকুল ইসলাম আধার প্রমুখ।

মুরগি বিতরণ

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব খাদ্য সংস্থা এফএও'র উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ২০ জন খামারির মধ্যে দেশি প্রজাতির মোরগ-মুরগি বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শ্যামল কুমার রায় খামারিদের হাতে এ মোরগ-মুরগি তুলে দেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে সংস্থাটির পক্ষ থেকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় খামারিদের মোরগ-মুরগি প্রতিপালনের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

সংবর্ধনা প্রদান

ম সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরকে বরণ ও সদ্যবিদায়ী ওসি দেবপ্রিয় দাশের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার থানা মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এসআই মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় ও ওসি (তদন্ত) জয়নাল আবেদনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সুবর্ণচর প্রেস ক্লাবের সম্পাদক আব্দুল বারী বাবলু, এসআই নুরনবী, এসআই মতিউর, ছাত্রলীগের সভাপতি আব্দুলস্নাহ আল মামুন জাবেদ, ইউপি সদস্য ছিদ্দিক উল্যাহ প্রমুখ। নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী ওসি দেবপ্রিয় দাশ। এবং চরজব্বর থানার পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবাগত ওসি হুমায়ুন কবির।

চেক প্রদান

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় অসুস্থ, অসহায়দের মধ্যে ২৮ লাখ ১০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সংসদ সদস্য মানু মজুমদার এ চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ'লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দীন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গৌরাঙ্গ দাস, যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ছাত্রলীগ আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল উদ্দীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে