সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

'বর্তমানে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা বন্ধ হয় না'

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, 'বর্তমান সরকারের আমলে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা বন্ধ হয় না। এক সময়ে অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে যেত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে এই অবস্থা এখন আর নেই। শুধুমাত্র আমাদের নাসিরনগরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে গত পাঁচ বছরে ১০০ কোটি টাকার অধিক খরচ করেছে বর্তমান সরকার। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলয়াতনে 'বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ' উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাফি উদ্দিন আহমেদ, অসীম কুমার পাল, লতিফ হোসেন, রুবিনা আক্তার ও আজহারুল ইসলাম ভূঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে